ইতালিতে বাংলাদেশিদের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ৩০ মে ২০২২, ১২:৫২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮

ইতালির ভেনিসে  বসবাসরত  বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও বাসায় চুরি বন্ধে ইতালি প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা ।  সকাল ১০ টায়  ভেনিসের মেসত্রে  সেন্টার ট্রেন স্টেশনের বাইরে জড়ো হয় প্রবাসী বাংলাদেশীরা । 

ইতালিতে বসবাসরত বেড়ে উঠা  দ্বিতীয় প্রজন্মদের নিয়ে গড়ে তোলা সংগঠন জওভান্নি পের ওমেনিতার আয়োজনে সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশী, ব্যাবসায়ী ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বহু ইতালিয়ান অংশগ্রহণ করে।  সমাবেশকারীরা মিছিল নিয়ে শহরের ভিয়া পিয়াভে সড়ক হয়ে মেসত্রে  সেন্টারের কয়েন মার্কেট চত্বরে গিয়ে সমাবেশ করেন।  সে সময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও ইতালিনরা বক্তব্য রাখেন ।  বক্তারা  অনতিবিলম্বে  বাংলাদেশীদের উপর ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা এবং বাসায় চুরির ঘটা বৃদ্ধি পাওয়ায় , সে সব বিষয়ে অভিযোগ করে বিচার না পাওয়ায়  ক্ষোভ প্রকাশ করেন, সেই সাথে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত