ইতালিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৮:৪৪ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩
ইতালিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনে এ টুর্নামেন্টের আয়োজন করেন । বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের সভাপতি মারুফ পারভেজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান । বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । বাংলাদেশ, বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা তুলে ধরেন আলোচকরা। সে সময় আলোচনায় অংশ নেন দুই মেয়র রিকারদু ও কাউডিও।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর আরফানুল হক , ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজি, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন , সাধারন সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, গরিঝিয়া মনফালকোনে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, সাধারন সম্পাদক জাবেদ উল্লাহ, বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের প্রধান উপদেষ্টা ইসমাইল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ শরীফ মাহমুদ সহ বিভিন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন ইতালিয়ান । সে সময় অতিথীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরন করে নেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের নেতৃবৃন্দ ।
রাষ্ট্রদূত বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন । এরপর উদ্বোধনী খেলায় অংশ নেয়া খেলোয়ারদের সাথে পরিচিত হন রাষ্ট্রদূত শামিম আহসান । বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় নিউ ইনভবেনশন ও এল সি সি ভৈরব মাঠে নামেন। ইতালি হতে মোট ১০ টি দল খেলায় খেলায় অংশ নেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত