ইচ্ছে আর স্বপ্নের নিচে
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০০:৫৯
নন্দিতা ঊর্মি
----------------
ইচ্ছে আর স্বপ্নের নিচে
কবর দিয়েছি নিজেকে,
আমার অস্তিত্ব জুড়ে
খেলা করে ধ্বংসোন্মুখ কিছু কীট।
আমিতো কালের দ্রাঘিমায়
জীবনের আনুপাতিক হার কষিনি।
আমার নুয়ে পড়া দীর্ঘশ্বাসে
এখনও কাদামাটির আঁশটে গন্ধ।
হে মহামানব
আমার কাছে এসো না,
আমাকে ছুঁয়ে গেলে
অভিশপ্ত শতাব্দীর বিচ্ছুরণে
ধ্বংস হবে তুমিও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত