ইচ্ছে আমার ইচ্ছে
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১০
সুনীল শর্মাচার্য
------------------------
ইচ্ছে আমার ইচ্ছে
সাত সকালে ভোর বেলাতে
রঙ মেখে সে নিচ্ছে;
ইচ্ছে আমার ইচ্ছে
মা-র আদরের চুমা দিয়ে
টিপ পরিয়ে দিচ্ছে!
ইচ্ছে আমার ইচ্ছে
ছোটবেলার রূপকথাতে
দাদু-দিদার কিচ্ছে...
ইচ্ছে আমার ইচ্ছে
সাত সাগর আর তেপান্তরে
স্বপ্ন খুঁজে নিচ্ছে!
ইচ্ছে আমার ইচ্ছে
সূয্যি আলো পাখায় মেখে
পাখির মতো উড়ছে;
ইচ্ছে আমার ইচ্ছে
যখন তখন উড়ে ঘুরে
আবার ঘরে ফিরছে!
ইচ্ছে আমার ইচ্ছে
ফুলের মতন ফুটে ফুটে
সুবাস মেখে নিচ্ছে;
ইচ্ছে আমার ইচ্ছে
আলো মাখা সবুজ এ প্রাণ
ছড়িয়ে কেমন দিচ্ছে!
ইচ্ছে আমার ইচ্ছে
ইচ্ছে আমার ইচ্ছে...
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত