ইচ্ছা থাকলে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:৩০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৪

মোঃ তাইফুর রহমান
--------------------------


ইচ্ছা থাকলে উপায় যে হয়
গুণীজনের বাণী
এই কথাটা চলার পথে
আমরা ক'জন মানি।

ইচ্ছা তোমার থাকতে হবে
থাকলে অলস হয়ে
এই জীবনটা কেটে যাবে
শুধু পরাজয়ে।

ইচ্ছা থাকলে উপায় মিলে
প্রমাণ লাগবে কত?
সাহসীরা ভয়ের কাছে
হয়না কভু নত।

অলসতা বিদায় দিয়ে
কাজে যারা থাকে
তারাই পারে সাজাতে ভাই
এই যে জীবনটাকে।

ভালো কাজে ইচ্ছা যদি
নাহি থাকে কারো
কোনো উপায় পাবেনাতো
বাড়বে বিপদ আরো।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত