ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড- এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬

 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) সম্প্রতি এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বিগত বছরগুলোতে সাফল্যের সাথে সেবা দিয়ে আসছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ফলে অর্জন করেছে বেশ কিছু পুরস্কার। কিছুদিন আগেও ফিন্যান্স এশিয়া এবং ইউরোমানি থেকে ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এবং প্রথমবারের মতো ‘বাংলাদেশের সেরা সিকিউরিটিজ হাউজ’ এর সম্মাননা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।

এই পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবং অন্যান্য পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউসিবিআইএল নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।   

এছাড়া, ইউসিবিআইএল গত চার বছরে আরও বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ২০২৩ সালে এশিয়ামানি’র মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা এবং ২০২৩ ও ২০২৪ সালে ফিন্যান্স এশিয়া ও ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অন্যতম। এসব স্বীকৃতি দেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটির সুদৃঢ় অবস্থানের প্রতিফলন। 

এই অসামান্য অর্জন ও প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ৬ অক্টোবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি'র প্রধন কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর। এছাড়া, ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি এর কার্যক্রম শুরুর মাত্র চার বছরের মধ্যেই ৩৬০ ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং পরিষেবা প্রদানের মাধ্যমে এর সক্ষমতার স্বাক্ষর রেখেছে। এই পরিষেবার মধ্যে রয়েছে – বন্ডের মাধ্যমে অর্থায়ন, আইপিও, রাইটস অফারিংস, সিন্ডিকেটেড লোন, অধিগ্রহণ ও একীভূতকরণ এবং কর্পোরেট পরামর্শ সেবা। ইউসিবিআইএলের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা গ্রাহকদের প্রয়োজনে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান প্রদান করতে বদ্ধপরিকর।

এই স্বল্প সময়ে এমন অর্জন নিঃসন্দেহে একটি বড় মাইলফলক। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং গ্রাহকদের আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে ইউসিবিআইএল নিরলস কাজ করে যাবে। বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটি এর শীর্ষস্থানীয় অবস্থান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই প্রতিষ্ঠানের অবদান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত