ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১২:৩৪ | আপডেট : ১ মে ২০২৫, ২০:৪০

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার মুখপাত্র রবার্তো কুইলো একটি টুইটে জানিয়েছেন, ইতালিতে ডেভিড সাসোলির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ইতালির এভিয়ানোর সিআরওতে ১১ জানুয়ারি মারা যান ডেভিড সাসোলি। সেখানে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। শরীরের প্রতিরোধ ক্ষমতার অকার্যকরতার কারণে ২৬ ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।
৬৫ বছরের সাসোলি ইতালির মধ্য-বামপন্থী রাজনীতিবিদ। গত সেপ্টেম্বরে ফ্রান্সের একটি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা নিয়েছিলেন। ২০১৯ সাল থেকে ডেভিড সাসোলি ৭০৫ সদস্যবিশিষ্ট ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট ছিলেন। এই মাসে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি সংসদে সভাপতিত্ব করতে পারেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত