ইউপি নির্বাচন : শিবচরে আচরনবিধি ভঙ্গের অপরাধে ৫ জনকে ৯০ হাজার টাকা জরিমানা

  শফিক স্বপন,মাদারীপুর  :

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১৫:৪০ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬

প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় আচরনবিধি ভঙ্গের অপরাধে শিবচরে ৫ টি ইউনিয়নের প্রার্থীদের ৫ সমর্থককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আগামী ২১ জুন প্রথম দফায় শিবচরের ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারনা চলছে। নির্বাচনী এলাকায় পরিবেশ সুশৃংখল রাখতে প্রতিটি ইউনিয়নে একজন এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃর্তে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত আচরনবিধি ভঙ্গের  অপরাধে জেলা প্রশাসকের কার্যালয়ের এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুর রহমান উত্তর বহেরাতলা ইউনিয়নের নূর আলমকে ৫০ হাজার টাকা, দক্ষিন বহেরাতলা ইউনিয়নের হাসানউদ্দিনকে ১০ হাজার, বাঁশকান্দি ইউনিয়নের জাকির হোসেনকে ১০ হাজার, নিলখী ইউনিয়নের দিদার হোসেনকে ১০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমান ভান্ডারীকান্দি ইউনিয়নের সজিব মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত