ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ পেলেন মুজিবনগরের প্রার্থীরা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১০:০৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭

মুজিবনগরে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দিনব্যাপী মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নের সকল পার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৪ ইউনিয়নে প্রতীক পেলেন যে সকল প্রার্থীরা-

১। বাগোয়ান ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছে বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক। অপরদিকে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন।

২। মোনাখালী ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম অপা। অপরদিকে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ পেয়েছেন ঘোড়া মার্কা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পেয়েছেন আনারস ও মাহাবুবুর রহমান পেয়েছেন মটরসাইকেল প্রতীক ।

৩। দারিয়াপুর ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন।অপরদিকে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন পার্থী। এরা হলেন,বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল পেয়েছেন অটোরিক্সা,আবুল কাশেম পেয়েছেন মটর সাইকেল, মঞ্জরুল হক চশমা, মোয়াজ্জেম হোসেন পেয়েছেন আনারস প্রতীক।

৪। মহাজনপুর ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান নান্নু। অপরদিকে, নৌকার বিপক্ষে স্বতন্ত্র পার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু পেয়েছেন আনারস, তোফাজ্জেল হোসেন পেয়েছেন মটর সাইকেল ও শেখ মিসকিন  পেয়েছেন ঘোড়া প্রতীক । এ ছাড়া ৪ টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট ১৭৮ জন প্রার্থী। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর ৩য় ধাপে মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত