ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর বিশাল শোডাউন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১৫:১৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণার অংশহিসেবে তিনি এ শোডাউন করে। বুধবার দুপুর ১২ টায় উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে চেয়ারম্যান মোরশেদুল বারী এ শোডাউন বের করেন। 

ইউনিয়নের গ্রামগঞ্জে ও হাট-বাজারে শোডাউনের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারো তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বপ্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় অতিক্রম করছে। চেয়ারম্যান মোরশেদুল বারী নির্বাচনী প্রচারণায় অনেক এগিয়ে রয়েছে। ভাটরা ইউনিয়নের প্রতিটি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত