ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ এর ইন্তেকাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১০:০৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত একটায় তিনি মারা যান। 

ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন তাঁর মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন। মৃত্যুকালে মহিউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ মহিউদ্দিন জানান, তাঁর বাবা প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত