ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে র‌্যাবের টহল

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ২০:৪২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৭

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে টহল দিয়েছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, গোপাপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কেন্দ্রে টহল দিয়েছেন রর্যাাব সদস্যরা। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে টহল টিমে সিনিয়র উপসহকারী পরিচালক আবুর রউফ, লে. আজাদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আদিষ্ট হয়ে বিভিন্ন নির্বাচনে র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। এবারের ইউনিয়ন পরিষদের রর্যাোবের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনের আগের দিন কেন্দ্র গুলোতে টহল নিশ্চিত করা হয়েছে। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠ নির্বাচনের জন্য র‌্যাব সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত