ইউক্রেন সেনাদের প্রশিক্ষণে সময় লাগবে মানতে নারাজ জেলেনস্কি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১০:৩৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, উন্নতর (অ্যাডভান্সড) অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ নিতে হবে। আর প্রশিক্ষণ সময়সাপেক্ষ ব্যাপার।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন সেনাদের প্রশিক্ষণে দীর্ঘ সময়ক্ষেপণে নারাজ। তিনি বলছেন, তার সেনাবাহিনীর এই মূহূর্তে অস্ত্র দরকার। তারা (ইউক্রেনীয় বাহিনী) দ্রুত অস্ত্র চালানো শিখে যাবে।
জেলেনস্কি বলেন, সেনাদের প্রশিক্ষণে দীর্ঘ সময় প্রয়োজন, এই লম্বা গল্প আমি শুনেছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে সোভিয়েত আমলের ট্যাঙ্ক দিন। শুক্রবার সিএনএনের জ্যাক ট্যাপারের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করেন।
রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলমান অবস্থায় দৃঢ় অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক পরিসরে নায়ক বনে যাওয়া জেলেনস্কি বলেন, আমরা যেকোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। দ্রুত অস্ত্র ডেলিভারি হওয়া প্রয়োজন। নতুন অস্ত্র কিভাবে ব্যবহার করতে তা শেখার সক্ষমতা আমাদের আছে। তবে এসব অস্ত্র দ্রুত আসতে হবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে নতুন ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করেছে। জেলেনস্কি বলেছেন, এই অস্ত্র রুশ বাহিনীকে প্রতিরোধে সহায়তা করবে। তবে আরও অস্ত্র প্রয়োজন হবে জানিয়ে তিনি বলেন, তার দেশের প্রশিক্ষকর তাদের বাহিনীকে দ্রুত প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত