ইউক্রেন যুদ্ধ এড়াতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব: ম্যাক্রোঁ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৭

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধ এড়াতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। এমনকি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করাও রাশিয়ার জন্য বৈধ বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন ম্যাক্রোঁ। এর আগে এমন মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় তিনি ইউরোপিয় দেশগুলোকে রক্ষা ও রাশিয়াকে শান্ত করতে ‘নতুন ভারসাম্যের’ প্রতি আহ্বান জানান।

তবে ম্যাক্রোঁ এ-ও বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া। তবে মস্কোর দাবি, ইউক্রেনে হামলার উদ্দেশ্যে ওই সেনা মোতায়েন করা হয়নি।

ন্যাটো সামরিক জোটে ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করা এবং পূর্ব ইউরোপে এই জোটের সামরিক উপস্থিতি কমানোসহ একাধিক দাবি করেছে মস্কো। তবে রাশিয়ার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পশ্চিমা দেশগুলো।

জার্নাল দু দিমানকে সংবাদপত্রকে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার উদ্দেশ্য ‘ইউক্রেন ছিল না’। বরং ন্যাটো ও ইউরোপিয় ইউনিয়নের নিয়ম স্পষ্টীকরণই মস্কোর উদ্দেশ্য।

ফরাসি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা সামরিক সংঘাত এড়াতে যথেষ্ট হবে। এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পুতিন রাজি হবেন বলেও বিশ্বাস করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত