ইউক্রেন থেকে আরও এক বাংলাদেশি উদ্ধার করলো ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৫ মার্চ ২০২২, ০৯:৩৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

ভারতীয়দের পাশাপাশি ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার (৪ মার্চ) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে যাওয়ায় এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নিতে দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহযোগিতা চান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে অনুরোধ জানিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত