ইউক্রেন ইস্যুতে রুশ পদক্ষেপের বিরোধিতা তুরস্ক প্রেসিডেন্টের
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৮ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:০৭
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছেন তুরস্ক ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে নেওয়া যেকোনও সিদ্ধান্তের বিরোধী। পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার পর এই মন্তব্য করেন এরদোয়ান।রয়টার্স ও বিবিসির প্রতিবেদন।
এরই মধ্যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা দিয়েছে জাপানও।ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে তুরস্কের সমুদ্র সীমান্ত রয়েছে। তবে তুরস্ক নীতিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।
জেলেনস্কির সাথে এক টেলিফোন আলাপে এরদোয়ান বলেন, তুরস্ক রাশিয়ার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে। সেই সঙ্গে সংকট সমাধানে ‘আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির সব রকম পথ ব্যবহারের’ আহ্বান তিনি জানিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত