ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে বিশ্বনেতারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে: বাইডেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে অবশ্যই বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। রাশিয়া যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তাতে বিপর্যয়কর প্রাণহানি হবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তিনি বৃহস্পতিবার মার্কিন জনসাধারণের কাছে রাশিয়ার পরিণাম কী হবে সে বিষয়ে ভাষণ দেবেন। তিনি রাশিয়ার এই হামলাকে ‘অযাচিত’ ও ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। 
 
রাশিয়া রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছে: বরিস জনসন
রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণার পর যুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইট বার্তায় আজ বৃহস্পতিবার তিনি এ কথা জানান। 

টুইট বার্তায় বরিস জনসন বলেন, ‘আমি ইউক্রেনের ভয়ংকর ঘটনা দেখে আতঙ্কিত। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব।’  বরিস জনসন আরও বলেন, ‘ইউক্রেনে হামলার ঘোষণার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছে।’

রুশ হামলা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে: ফুমিও কিশিদা
ইউক্রেনে রাশিয়ার সামরিক অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেনে রুশ হামলা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বশেষ রুশ আগ্রাসন আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে, যা স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টার অনুমতি দেয় না। আমরা রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানাই।’

ফুমিও কিশিদা বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এই পরিস্থিতির অবসানের জন্য সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাব।’

ইউক্রেনে রাশিয়ার হামলা অযৌক্তিক: ইতালি
ইউক্রেনে রাশিয়ার হামলাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিনি বলেন, ‘এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইউরোপ ও ন্যাটো একসঙ্গে কাজ করছে।’ রাশিয়ার হামলার পর এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি এই প্রতিক্রিয়া জানান। 

ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলা পুরোপুরি অযৌক্তিক। ইউক্রেনের এই পরিস্থিতিতে ইতালি তাদের পাশে থাকবে। এই পরিস্থিতিতে ন্যাটো ও ইইউ একসঙ্গে কাজ করছে।’

ইউক্রেনে হামলা আমার সময়ে সবচেয়ে দুঃখজনক ঘটনা: গুতেরেস
ইউক্রেনে রুশ হামলাকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর আমলের সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে হামলা জাতিসংঘের মহাসচিব হিসেবে আমার সময়কালের সবচেয়ে দুঃখজনক ঘটনা।’ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। 

রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, এই যুদ্ধ বন্ধ করুন। কারণ এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত