পেন্টাগন বলছে সমর্থনযোগ্য নয়
ইউক্রেনে মিগ-২৯ পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ আমেরিকার
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ০৯:৪৭ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২৩
ইউক্রেনকে মিগ-২৯ জঙ্গিবিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য পোল্যান্ড আমেরিকার কাছে যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে পেন্টাগন।
পোল্যান্ডের ওই প্রস্তাবে বলা হয়েছে, তারা কিছু মিগ-২৯ নাইন যুদ্ধবিমান জার্মানির মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করবে এবং আমেরিকার সেগুলোকে ইউক্রেনে পাঠাবে। পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থন যোগ্য নয়।
কিরবি এক বিবৃতিতে বলেন, জার্মানির ন্যাটো ঘাঁটি হতে আমেরিকা যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয় তাহলে পুরো ন্যাটো সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
জন কিরবি আরো বলেন, "পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে আমেরিকা পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়।"
এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেন এখনো তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে সক্ষম।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বাড়তি মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার অনুরোধ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে বিমান দেয়া হলে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত