ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে, দাবি রাশিয়ার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:১৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এগুলোর অবস্থান হচ্ছে মধ্য-পূর্বাঞ্চলের শহর দনিপ্রো, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের দেওয়া তথ্য মতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে: দুটি নিয়ন্ত্রণ পয়েন্ট, দুটি গোলাবারুদ গুদাম, তিনটি দাহ্য পদার্থের গুদাম ও ৪৯টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত