ইউক্রেনকে সাড়ে ৯ হাজার কোটির টাকার সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:১০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
ইউক্রেনকে ১.০৮ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় নয় হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা) সামরিক সহায়তা দিতে যাচ্ছে জার্মানি।
যুদ্ধ পরিস্থিতিতে বার্লিন থেকে ভারী অস্ত্র পাচ্ছে না- কিয়েভের এমন অভিযোগের মধ্যেই বিশাল অংকের এই সামরিক সহায়তার খবর প্রকাশ্যে এল।বড় অংকের এই অর্থ চলতি বছর একটি সম্পূরক বাজেটে পাস করবে জার্মানি।
সব দেশকে বিবেচনায় রেখে জার্মানি প্রতিরক্ষা খাতে তার আন্তর্জাতিক সহায়তা বাড়িয়ে ‘দুই বিলিয়ন ইউরো’ করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ‘সবচেয়ে বড় অংশটি ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তার আকারে পরিকল্পনা করা হচ্ছে’, একজন সরকারি মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার টুইটারে নিশ্চিত করে বলেছেন, এই দুই বিলিয়ন ইউরোর (২.১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৮১৫ কোটি ৭৯ লাখ টাকা) প্যাকেজটি ‘মূলত ইউক্রেনে যাবে’। সূত্র: আল-জাজিরা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত