ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১১:০৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০০

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

রবিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে এই প্রথম দ্বিপক্ষীয় কোনও সিরিজে (২-০) ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়েছেন সাকিব-শান্তরা।

শুরুতে টসে জিতে ব্যাট করে ইংল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১০ উইকেটে হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে  ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগাররা। ১১৮ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৮.৫ বলে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৬ উইকেটে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত