ইংল্যান্ডকে রুখে দিল হাঙ্গেরি, বিশ্বকাপ নিশ্চিত ডেনমার্কের
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১১:১৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে হাঙ্গেরি। ইংল্যান্ডের ঘরের মাঠে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।গ্রুপ ‘আই’ এর ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে হাঙ্গেরিকে আতিথ্য দেয় ইংল্যান্ড। কিন্তু হোম ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইংলিশরা। লুক’শর ভুলের ফায়দা নিয়ে ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হাঙ্গেরিকে লিড এনে দেন রোল্যান্ড সালাই।
তবে প্রথমার্ধেই সমতায় ফেরে ইংল্যান্ড। ৩৭ মিনিটে ডিফেন্ডার জন স্টোনস গোল করেন থ্রি লায়ন্সদের হয়ে। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। তবে গ্যলারিতে আবারও সংঘাতে জড়িয়েছে ইংল্যান্ড ও হাঙ্গেরি সমর্থকরা।
এই ম্যাচ ড্র করলেও ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষেই রইল ইংল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে গ্রুপের চতুর্থ অবস্থানে।
এদিকে বাছাইপর্বের ৮ ম্যাচের সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করছে ডেনমার্ক। গ্রুপ ‘এফ’ এর সবশেষ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় ড্যানিশরা। ম্যাচের ৫৩ মিনিটে জোয়াকিম মিলের একমাত্র গোলে ১-০ গোলের জয় পায় ডেনমার্ক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত