আ’লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে জোরদার করছে: টুইট বার্তায় ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২১, ১৫:০৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বাংলাদেশের মাথাপিছু ঋণ বিষয়ে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।


বাংলা ও ইংরেজিতে টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে। অবিরাম দুর্নীতি ও দুঃশাষণ অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরিব। আসুন দেশকে বাঁচাই।

মির্জা ফখরুল টুইট বার্তায় বলেন— #Bangladesh's per capita debt is about 85 thousand taka. Pres. Zia & Begum Zia tried to build the economy self-reliant. AL carries its legacy of bottomless basket case. Rampant corruption & misrule destroyed the economy & created never ending poverty. Let's save our country.

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত