আাদমদীঘিতে পৃথক অভিযানে গাঁজা ও  গাছ সহ গ্রেফতার তিন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৫:৫৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০০

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২৬টি তাজা গাঁজার গাছ উদ্ধার সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্দিড়া গ্রামে গতকাল বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ ওই গ্রামের শ্রী ক্ষীতিশ চন্দ্রের ছেলে ডহরচাঁন (২৭) ও কলিন প্রামানিকের স্ত্রী কল্যানী রাণী (৪০) কে গ্রেফতার করেন। এছাড়াও গত মঙ্গলবার রাতে অপর অভিযানে উপজেলার শালগ্রাম মাবলভিটা স্থান থেকে ২৬ টি তাজা গাঁজার গাছ সহ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৬০) কে পুলিশ গ্রেফতার করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন তাজা গাঁজার গাছ উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত