‘আহারে জীবন’ নিয়ে ফিরছেন পূর্ণিমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৬:১৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬

ফাইল ছবি

অনেকদিনের আড়াল ভেঙ্গে অবশেষে শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমা। রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

জানা গেছে, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায়। শুটিং চলবে টানা কয়েকদিন।

পূর্ণিমা বলেন, সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়।

তিনি আরও বলেন, আমার বন্ধু ফেরদৌসও থাকছেন ‘আহারে জীবন’ সিনেমায়। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত