আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজে স্থাপিত হলো শিখা স্যানিটারী প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ২১:০১ |  আপডেট  : ১৬ জুন ২০২৪, ০৫:২৩

পুরাতন ঢাকার আরমানিটোলায় অবস্থিত ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজে স্থাপিত হলো শিখা স্যানিটারী প্যাড ভেন্ডিং মেশিন। আমরা জানি যে দেশের মেয়েরা তথা নারীরা শিক্ষিত হলে একটি শিক্ষিত জাতি তৈরি হবে। নারী সুস্থতায় পিরিয়ড নিয়ে সমাজে যে ট্যাবু সেটা ভাঙতে হবে। সুস্থ থাকতে পিরিয়ড সচেতনতা তৈরি করতে হবে। অনেক সময় পিরিয়ড কালীন জটিলতায় তারা হয়তো ক্লাসে আসছে না। সঠিক ব্যবস্থা না নেয়ায় নানা জটিলতায় ভুগছে। তাই এই সকল সমস্যার সমাধান হিসেবে তারা যেন হাতের কাছেই প্রয়োজনের সময় স্যানিটেশন প্যাড পায় সেই সরবরাহ নিশ্চিত করতে আমাদের সম্মানিত সভাপতি ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সোলায়মান সেলিম সাহেবের পরামর্শে আমরা আজ থেকে আরো এক ধাপ নারী বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত