আকর্ষণীয় ছাড় ক্রেতাদের ঈদ আনন্দকে দ্বিগুণ করবে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য রিয়েলমি’র ‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’
প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৫:২৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
[ঢাকা, ৩০ জুন, ২০২২] এবারের ঈদুল আজহাকে উৎসবমুখর করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। ঈদ উপলক্ষে দারাজের প্ল্যাটফর্ম থেকে ক্যুপন ক্রয় করে তা দিয়ে পণ্য কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ‘রিয়েলমি গ্র্যান্ড ফেস্ট ইন দারাজ’ শীর্ষক ক্যাম্পেইনটি গত ২২ জুন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা রিয়েলমি সি২৫ওয়াই [৪জিবি র্যাম/৬৪জিবি রম], রিয়েলমি নারজো ৫০আই [৪জিবি র্যাম/৬৪জিবি রম], রিয়েলমি সি১১ [২জিবি র্যাম/৩২জিবি রম], রিয়েলমি নারজো ৫০, রিয়েলমি সি৩৫, রিয়েলমি ৮ ফাইভজি[৮জিবি র্যাম/১২৮জিবি রম], সি২৫এস [৪জিবি র্যাম/১২৮জিবি রম], রিয়েলমি সি২১ ওয়াই [৩জিবি র্যাম/৩২জিবি রম], রিয়েলমি সি১১ [৪জিবি র্যাম/৬৪জিবি রম], ৮ [৮জিবি র্যাম/১২৮ জিবি রম], রিয়েলমি ৯আই [৬জিবি র্যাম/১২৮জিবি রম], রিয়েলমি ৯আই [৪ জিবি র্যাম/৬৪জিবি রম], রিয়েলমি সি২১ওয়াই [৪জিবি র্যাম/৬৪জিবি রম], রিয়েলমি সি৩১, রিয়েলমি জিটি মাস্টার এডিশন [৮জিবি র্যাম/১২৮জিবি রম], রিয়েলমি জিটি নিও ২ [৮জিবি র্যাম/১২৮জিবি রম] ও রিয়েলমি ৯ । বিস্তারিত জানতে: https://click.daraz.com.bd/e/_7nwl6
এ আকর্ষণীয় অফারগুলো ছাড়াও, ক্রেতারা নির্ধারিত ব্যাংক কার্ড ও এমএফএস এর মাধ্যমে পেমেন্ট পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত প্রি-পেমেন্ট ছাড় সুবিধা পাবেন; পাশাপাশি, তারা শূন্য শতাংশ [০%] ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। অন্যদিকে, আগ্রহী ক্রেতারা বাংলাদেশের যে কোন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে বাসায়/অফিসে পণ্য ডেলিভারি পাবেন এবং একইসঙ্গে তারা অফিশিয়াল ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধাও উপভোগ করতে পারবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত