পঞ্চগড়ে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আলোকিত পঞ্চগড় গড়তে জামায়াতের অঙ্গীকার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২ |  আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭

জামায়াতে ইসলামীর অঙ্গীকার পঞ্চগড় জেলাকে আলোকিত হিসেবে গড়ে তোলা।দেশ জাতির কল্যাণে জামায়াতাক আগামী দিনে জনতার পাশে দাড়াঁনোর প্রত্যয়ের কথা বললেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর  অধ্যাপক  মাওলানা ইকবাল হোসেন।

রবিবার (২৪ ফেব্রয়ারী) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন। তিনি বলেন  ২৬ ফেব্রয়ারী পঞ্চগড়ের চিনিকল মাঠে সকালে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ইকবাল হোসেন বলেন দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্যোদয়ের লালিমাদীপ্ত অপরিমেয় স্বস্তির সময় হিমালয় দুহিতা পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আমাদের প্রিয় মাটি ও মানুষের সাথে একাতœ হবেন।তিনি বলেন এর আগেও তিনি ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর  জেলার বোদা উপজেলার মাড়েয়ায় করতোয়ায় নিমর্ম নৌকা ডুবিতে নিহত পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে তিন দিন পরেই গভীর মমতায় সিক্ত হয়ে ছুটে এসেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পঞ্চগড়ে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধানে আমরা পঞ্চগড়কে একটি উন্নয়ন  ও সমৃদ্ধির আর্দশে  পরিনত করতে হবে। মাদক সহ অশ্লীলতা ও অপরাধমূলক কর্মকান্ড থাকবেনা । থাকবেনা দখলদারিত্ব ওচাঁদাবাজী।  সে সাথে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও উচ্চ শিক্ষায় প্রত্যাশিত সকল সুবিধাদী পূরণ করা হবে। 
 
এসময় আরো বক্তব্য রাখেন  জামায়াতে ইসলামীর জেলা মিডিয়া সেক্রেটারী শাহিদ আল ইসলাম ও জেলা যুব বিভাগের সেক্রেটারী আবুল বাশার বসুনিয়া । আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন  জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী রাশেদ ইসলাম প্রমূখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত