আর ভাল্লাগে না
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১১:১৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
একই কাহিনির পুনঃ পুনঃ প্রচার আর ভাল্লাগে না। বৃহস্পতিবার কোনো হিন্দু যুবক বা বৃদ্ধ ফেসবুকে পবিত্র ইসলাম ধর্মের পবিত্রতাহানীকর মন্তব্য করবে। মসজিদের মাইক থেকে ধর্মপ্রাণ মুসলমানদের তৌহিদী জোশে নেমে পড়ার আহ্বান জানানো হবে।
শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হবে। তারপর হিন্দুদের বাড়িঘর দোকানপাট মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট হবে।
এগুলো শেষ হলে পুলিশ কিছুটা নড়াচড়া করবে। পুলিশমন্ত্রী বলবেন, কোনো ভয় নেই। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। অপরাধী খোঁজা আর শেষ হয় না। এত মানুষের মধ্য থেকে দুএকজন অপরাধী খুঁজে পাওয়া কি সহজ কাজ!
আরও বড় নীতিনির্ধারকেরা বলবেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মপ্রাণ ব্যক্তিরা বলবেন, ভারতে মুসলমানদের ওপর যে হারে নির্যাতন হচ্ছে সে তুলনায় বাংলাদেশে হিন্দুরা স্বর্গসুখে আছে।
কিছু হিন্দু নেতা আছেন, তারা বলবেন, এরপর যদি একটি ঘটনা ঘটে...
ব্যস, তারপর আবার অপেক্ষা।
কবে আবার একটি মানববন্ধন করা যাবে...
আচ্ছা পরের বার জন্মাষ্টমী বা দু্র্গা পূজায় দরবারে নেমন্তন্ন পাওয়া যাবে তো?
না, আর ভাল্লাগছে না। কাহিনিটায় কিছু নতুনত্ব আনা যায় না?
লেখক- জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত