ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে বিশ্ববিখ্যাত কুকুর চিমস
আর আনন্দ দিবেনা বিশ্ববিখ্যাত আদুরে কুকুর চিমস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৯:২৯ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩
সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তাতে অত্যন্ত আদুরে এক কুকুরের মিম নজর কেড়েছে গোটা বিশ্ববাসীর। বিশেষ করো করোনার লকডাউনের সময় কখনও তার হাসিমুখ, কখনও তার চোখের ইশারা মানুষকে বেঁচে থাকার মন্ত্র শুনিয়েছিল।
নেটপাড়ায় নিজের কেরামতিতে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই কুকুরটি, নাম চিমস ওরফে বলটজ। কিন্তু গোটা বিশ্বের মন খারাপ করে দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে মিম আইকন কুকুর চিমস। গত ১৮ অগাস্ট ক্যানসারের অস্ত্রোপচারের সময় মারা যায় চিমস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত