আর্জেন্টিনার জয়যাত্রা অব্যাহত
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
দলের সেরা তারকা নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আগে থেকেই নেই। সেই সঙ্গে কার্ড জটিলতায় হারাতে হয়েছে আরও চার জনকে। এমন পরিস্থিতিতেও নিজেদের মাঠে কলম্বিয়াকে হারিয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখলো আর্জেন্টিনা।
বুধবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার নিজের মাঠ করদোবায় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়।
করদোবায় ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যদিও সফরকারিরা তেমন সুবিধা করতে পারছিল না। কিন্তু নিজেদের মাঠ ও সমর্থকদের সুবিধা কাজে লাগিয়ে একটু একটু করে প্রতিপক্ষে রক্ষণে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। তারই সুবিধা নিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত থাকা স্কালোনির শিষ্যরা ২৯তম মিনিটে এগিয়ে যায়।
বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। চিলির বিপক্ষে ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন ইন্টার মিলান ফরোয়ার্ড। ২০১৮ সালে স্কালোনি কোচ হয়ে আসার পর আর্জেন্টিনার জার্সিতে ৩৭ ম্যাচে ১৯ গোল হয়ে গেল ইন্টার তারকার।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। যদি না ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে না ঠেকাতেন কলম্বিয়ান গোলরক্ষক। বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু সে সুযোগে গোলরক্ষক মার্টিনেজকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মিগুয়েল বোরহার।
দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে গোলের চেষ্টা করেন ডি মারিয়া। তার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক কামিলো ভারগাস।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলের সাতে রইল কলম্বিয়া। এ অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফ।
এদিকে অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-২ গোলে হারায় চিলি। ভেনেজুয়েলাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে উরুগুয়ে। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে উরুগুয়ে। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে। দ্বিতীয় আর্জেন্টিনার সংগ্রহ ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত