আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ লিখলেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ’
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১১:১১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তা তুঙ্গে। মেসি বলতেই পাগলপাড়া অনেক বাংলাদেশি।
তবে কোপা আমেরিকার পর বাংলাদেশে এবার আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভক্ত-অনুরাগী বেড়েছে।
মেসির পাশাপাশি মার্টিনেজের খোঁজখবর রাখছেন অনেকে। সে কথা জানেন মার্টিনেজও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে পড়েছে মার্টিনেজের।
সুদূর আর্জেন্টিনা কিংবা ইউরোপে বসে বাংলাদেশের কে কী লিখেছে, সেটা ভালোই খেয়াল রাখছেন তিনি, যা বোঝা গেলে মার্টিনেজের একটি ইনস্টাগ্রাম পোস্টে।
নিজের স্টোরিতে জিহাদ নামে এক বাংলাদেশির পোস্ট শেয়ার করে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’
মার্টিনেজের এই স্টোরি হৃদয়ে নাড়া দিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। অনেকেই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করছেন।
উল্লেখ্য, ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন মার্টিনেজ। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম ছিল তার।
দলকে ফাইনালে ওঠানোর নায়কও তিনি। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত