‘আরেকটু সময় নিয়ে খেললে ৮৩ এর জায়গায় ১০০ হতো’
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:২৬ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪
১৬ বছর আগে ২০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে তার চেয়ে দুই বল কম খেলে হাফ সেঞ্চুরি করলেন লিটন দাস। দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ে তার সামনে সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু তার অহেতুক শট খেলার তাড়নায় ব্যর্থ হন। তাতে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরির কীর্তি গড়া হয়নি। দিনশেষে তাই আফসোস ঝরেছে লিটনের কণ্ঠে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে রেকর্ড গড়েন লিটন-রনি। স্কোরবোর্ড দুজন মিলে ১২৪ রান তুলে রনি আউন হন। সঙ্গীকে হারালেও লিটন সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। কিন্তু ১৭ রান দূরে থাকতে আউট হন। অফস্টাম্পের অনেক বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটার। ৪১ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৩ রানের ইনিংসটি সাজান লিটন। সেঞ্চুরি করতে না পারায় এই ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয় খুব তাড়াহুড়ো করছিলাম। মাঝখানে স্পিনাররা খুবই ভালো বল করছিল। উইকেটও তাদের সহায়তা করেছে। আমি যদি আরেকটু সময় নিয়ে তাদের (স্পিনার) বলগুলো খেলতাম, তাহলে ৮৩ এর জায়গায় ১০০ হতো।’
তবে সেঞ্চুরি না পেলেও ১৬ বছর আগে গড়া আশরাফুলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিটন। এই অর্জনের অনুভূতি আহামরি নয়, ‘না, আমি আগেও বলেছি কখনোই রেকর্ড নিয়ে চিন্তাও করি না। আগেও বলেছি, তবে ভালো লাগছে।’
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে। এর চেয়ে আরও ভালো কিছু করা সম্ভব কি না জানা নেই লিটনের, ‘দল হিসেবে আমরা খুবই ভালো করছি। ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং। এর থেকে ভালো ক্রিকেট আর খেলা যায় কি না আমি জানি না। অবশ্যই চেষ্টা থাকবে এই ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু এর থেকে আরও ভালো ক্রিকেট প্রত্যাশা করাটাও কঠিন। কারণ প্রতিদিন টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৭০-৮০ রান আপনি প্রত্যাশা করতে পারবেন না। পাওয়ার প্লেতে এর থেকে কম, ৬০ রানও করতে পারা আমি মনে করি যে খুব ভালো।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত