আরমানিটোলার আগুন: স্ত্রী আইসিইউতে, মারা গেছেন স্বামী আশিক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:২৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯
পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় লাইফ সাপোর্টে থাকা আহত দম্পতির মধ্যে আশিকুজ্জামান খান মারা গেছেন।
বুধবার (২৮ এপ্রিল) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত (২৪ এপ্রিল) সকালে স্ত্রী মুনা সরকার ও আশিকুজ্জামান খানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুনা সরকার এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। আশিকের মৃত্যুর মধ্যদিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন মারা গেলেন।
গত ২৩ এপ্রিল পুরান ঢাকার আরমানিটোলায় ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ওইদিন ইডেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ও ভবনের নিরাপত্তারক্ষীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান।
অগ্নিকাণ্ডে ভবন মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে বংশাল থানায় মামলা করেছে পুলিশ। অবহেলাজনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত