আরও ৩ বছর বার্ন ইউনিটের দায়িত্বে ডা. সামন্ত লাল সেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১৬:৩৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:০২

আরও তিন বছর দায়িত্বে থাকছেন ডা. সামন্ত লাল সেন। ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য সমন্বয়ক (বার্ন ইউনিট) থাকছেন তিনি।

তার চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

এর আগে ২০১৫ সালের ৩ এপ্রিল ডা. সামন্ত লালকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত