আয় রোদ্দুর

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৩:৩৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৯

সুনীল শর্মাচার্য
------------------


টাপুর টুপুর মিষ্টি দুপুর ঝিকিরমিকি ঝিক,
ঠাণ্ডা আমেজ বইছে হাওয়া খুশিতে চারদিক।

আয় রোদ্দুর,সোনা রোদ্দুর,তুই তো এবার আয়,
বসতো দেখি মোদের ঘরের গরীব বারান্দায়!

শোন রোদ্দুর,ফুরায় যাদের নুন আনতে ভাত,
পায় না যারা ঝলমলে দিন,জীবন জুড়ে রাত!
তাদের ঘরে আয় রোদ্দুর,সোনা রোদ্দুর রে আয়,
ঝিলিক গরম ছড়িয়ে দে না,ধরছি তোকে পায়!

আয় রোদ্দুর,যা দেখে যা,ঝিলের জল কি যে চুপ
তোর ছোঁয়াতে শাপলাবনে পানকৌড়ি দেয় ডুব!

শীত এসেছে জবরটবর,শোন, রোদ্দুর শোন,
সবার ঘরে ছড়িয়ে যা তুই,রইল নিমন্ত্রণ!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত