আমি - আফিয়া রুবি
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০২
আমি
আফিয়া রুবি
আমি মানুষ হিসেবে-
নিজেকে ভোট দিই শতভাগ
মানুষ একটি শিল্প
মহাবিশ্বের যিনি লালন-পালন করেন
তাঁর নিখু্ঁত শ্রেষ্ঠ শিল্প মানুষ।
আমি যখন মান যোগ হুস মানুষ হই
হেরে যাই অনেক অসম্পূর্ণতায়
দোষ খুঁজে পাই স্তরে স্তরে
পাশের সহকর্মী দূরের বা কাছের বন্ধু
অসাধারণ কোন লেখা
হঠাৎ দেখা হওয়া ভাললাগা প্রেরণা
শিরোনাম হওয়া কোন খবর থেকে
আমি পিছিয়ে আছি বারংবার
কোথাও কোথাও
অর্ধ শতভাগেরও বেশি।
আমি আমায় দেয়া না রাখা কথা
যা সফল হতে দূরে
বিফল হতে উৎসাহ যোগানো ভুল
আমার পর্যাপ্ত ত্রুটি থাকার পরও
যে আমার পাশে থাকে
আমার কমতিগুলোকে চেষ্টা দেখে
ভুলকে ক্ষমা করে সর্বদা কাছে আছে
তাকে আর যাই হোক সংশয় করো না।
সে সত্যিই মানুষ।।।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত