আমি হত্যার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১৪:৩১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
মানিক সরদার হত্যা মামলার প্রধান আসামি আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার সকালে মাদারীপুর শহরের ডিসি ব্রীজ এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে রয়েছেন।
সংবাদ সম্মেলন এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত নন দাবি করে হাফিজুর রহমান বলেন, ‘নির্মম হত্যার শিকার মানিক আমার ভাতিজা। ইউপি নির্বাচনে মানিক আমার বিরোধিতা করলেও নির্বাচনের পর আমার কাছে ভুল স্বীকার করেছেন। এ কারণে আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের লোকজন মানিককে ডেকে নিয়ে হত্যা করে আমার দিকে দায় চাপিয়েছেন। অথচ ঘটনার পাঁচ দিন আগে থেকে আমি ঢাকায় ছিলাম। তবু ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য মামলায় প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর শাহিদ পারভেজ লোকজন নিয়ে আমার ঘরবাড়িও আগুনে জ্বালিয়ে দিয়েছেন।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘শাহিদ পারভেজ ভোটে কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি এর প্রতিবাদ করায় আমাকে এলাকা ছাড়া করতেই তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা মানিক হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করুন। আমাকে শান্তিতে বাঁচতে দিন।’
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন মামলার প্রধান আসামি হাফিজুর রহমানের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন নিহত ব্যক্তির সমর্থকেরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত