আমি সত্যিই বলছি হয়তো ডেট করছি- শুভমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১২:২৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:২৪

বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের প্রেমের গুঞ্জন। তবে এ নিয়ে কখনো মুখ খোলেননি সারা ও শুভমান।

তবে এবার এক শোতে হাজির হয়ে সারার সঙ্গে ডেট করা নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার শুভমান।

পাঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলা’তে নতুন সিজনে অতিথি শুভমান গিল। অনুষ্ঠানে সঞ্চালক সোনম বাজওয়া। তিনি শুভমানকে প্রশ্ন করেন- বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রীকে কে?

শুভমানের দ্রুত ও সাফ জবাব সারা আলি খান। এরপর সঞ্চালক জানতে চান শুভমান সারা আলি খানের সঙ্গে ডেট করছেন কি না? এবার কিছুটা ধোয়াশা রেখে উত্তর দেন শুভমান। বলেন, ‘হয়তো হ্যাঁ অথবা না।’

তখন সঞ্চালক বলে উঠেন, দয়া করে সত্যিটা বলুন। শুভমানও জোরগলায় বলেন, ‘আমি সত্যিই বলছি। হয়তো ডেট করছি...।’

চলতি বছরের আগস্ট থেকে সারা আলি খানের সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন ছড়ায়। রেস্টুরেন্টে একসঙ্গে ক্যামেরায় ধরাও পড়েন এ জুটি।

এর আগে শুভমানের নাম জড়িয়েছিল সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে। তবে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। এরপর বলিউড অভিনেত্রী সারার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভমান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত