আমি বিবেকের কাছে স্বচ্ছ, আইনের উপর আস্থা রয়েছে : অরিন্দম
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২
অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে কলকাতার পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে ডিরেক্টর্স গিল্ড। গত কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও তা অস্বীকার করে এসেছেন পরিচালক।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অরিন্দম বলেন, ‘আইনের উপর আমার আস্থা রয়েছে, আইনি পথেই যা করার করব। আমি আমার বিবেকের কাছে একশ শতাংশ স্বচ্ছ। আইনের প্রতিও আমার আস্থা রয়েছে। ‘
অরিন্দমের দাবি, অভিনেত্রীকে শট বোঝাতে গিয়েই ঘটনাটি ঘটে। ২০ জুন মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিনেত্রী। গত ১২ আগস্ট পরিচালককে ডেকে পাঠায় কমিশন। নির্যাতিতার দাবি, শুটিং ফ্লোরে শট বোঝানোর সময় তাকে চুমু দেয় অরিন্দম।
এ ঘটনার বিষয়ে পরিচালক বলেন, ‘আমি সকলের সামনে ফ্লোরে শট বোঝাচ্ছিলাম। আমি তো পাগল নই যে ফ্লোরে এ রকম কোনও অনৈতিক কাজ করব। চিত্রনাট্যের প্রয়োজনে একটি মুহূর্তে ওর গালে আমার ঠোঁট ছুঁয়ে যায়। অস্বস্তি হলে তিনি তখনই সেটা জানাতে পারতেন।‘
অরিন্দম বলেন, ‘ছবি এবং ওটিটি মিলিয়ে ২২টা কাজ করে ফেলেছি। আমার সঙ্গে যে অভিনেত্রীরা কাজ করেছেন তারা কেউই অস্বস্তি অনুভব করেছেন বলে মনে হয় না, আমার বিশ্বাস তারা সেটাই বলবেন। শুটিংয়ের সময়টুকুর বাইরে আমি ফ্লোরে থাকিই না, বেরিয়ে আসি। বাইরেও কোনও অভিনেত্রীর সঙ্গে দেখা করি না।’
অরিন্দম জানালেন, ‘ফ্লোরে সম্পূর্ণ ইউনিটের সামনে বিষয়টি ঘটেছিল। তাই আইনি পথে এগোলে অনেকেই সাক্ষ্য দিতে প্রস্তুত। আমার কাছে আরও নথি এবং প্রমাণ রয়েছে। মহিলা কমিশনেও কিছু জমা করেছি। প্রয়োজনে আরও নথি জমা দেব।’
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত