আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো : সাবেক এমপি মোশারফ হোসেন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ |  আপডেট  : ১ মে ২০২৫, ১৩:২৭

ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। আপনারা নির্ভয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল পশ্চিমপাড়া রাধাগোবিন্দ মন্দির চত্বরে অষ্টপ্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথি উক্ত মন্দির কমিটির সভাপতি রমানাথ সাহার হাতে নগদ অর্থ তুলে দেন। সেসময় উক্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার সনাতন ধর্মাবলম্বী ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত