আমিরাতের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ বাইডেনের

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১০:০৩ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০০:১৫

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সমস্যা নিয়ে কয়েক মাস ধরে সম্পর্কের টানাপোড়নের পর এই আমন্ত্রণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করছে।
_1653984417.gif)
সৌদি আরবে শনিবার আরব নেতাদের এক সমাবেশের মূল আলোচনার ফাঁকে দুই নেতার পারস্পরিক আলাপে বাইডেন বলেন, “আপনি আজ যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তাকে আরও গুরুত্ববহ করে তুলতে আমাদের একত্রিত হতে হবে। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে চাই।” সূত্র: গাল্ফ নিউজ, খালিজ টাইমস, আল-আরাবিয়া, আরবনিউজ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত