আমার মত !

  ফারজানা সৈয়দা নুসরাত

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৮:০৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২

মার ঘুম না পেলে, মাথায় হাত বুলিয়ে সেও কি থাকে জেগে!

তার ভূলেতে তুমিও কি যাও আগের মত রেগে!

সময়মত না খেলে সে তুমি কর কি অভিমান!
তার ঘরেতে বেজায় সুখ, গাও মনের সুখে গান!

সেওকি বুকে নেয়কো টেনে হাড় কাঁপানো শীতে!
আমার মত সেও কি পারে, তোমার কষ্ট আপন করে নিতে!

বাবু সোনা বলে ডাকে কি তোমায় মন খারাপের দিনে।
তোমরা চোখটা দেখে কি মনের খবর নিতে পারে চিনে!

খুব যত্ন করে রাখে বুঝি, তাই পরে না মনে!
কোথায় আছ, কেমন আছ, শুধাই জনে জনে!

কেন তুমি হারিয়ে গেলে, কেনই রইলে দূরে!
সে কি তোমায় বাসে ভালো আমার মত করে!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত