আমার বয়ফ্রেন্ডকে কেউ স্পর্শ করবে না: ফারিয়া
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:১৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০১
২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সেরেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর পাক্কা দুই বছর পার হচ্ছে কিন্তু প্রেমিক থেকে স্বামীর সম্বোধনটি এখনও আসেনি। দুই পরিবারের ব্যস্ততায় ঝুলে আছে বিয়ের আয়োজন।
বয়ফ্রেন্ডকে নিয়েই সন্তুষ্ট আছেন এই নায়িকা। এবার তাকে নিয়ে মজার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন ফারিয়া। বললেন, তার প্রেমিককে যেন কেউ স্পর্শ না করে।
ফারিয়া তার ফেসবুক পেজে লেখেন, ‘আমি একজন মেয়ে। আমার চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।
এর সঙ্গে তিনি একটি ছবিও জুড়ে দিয়েছেন। সেখানে নায়িকা জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু বয়ে নেমে এসেছে সামনে।
এদিকে, ফারিয়া জানান, বিষয়টি তিনি মজা করতেই লিখেছেন।
অন্যদিকে, আপাতত বিয়ের পরিকল্পনা নেই এই নায়িকার। তার ভাষ্য, ‘মাত্রই স্নাতক সম্পন্ন করলাম। ছোটবেলা থেকেই তো কাজ করে চলেছি। কয়েকটা বছর নিজের মতো করে জীবনটা উপভোগ করে নিই। তারপর বিয়ের দায়িত্ব নেবো।’
ফারিয়া বর্তমানে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। মাত্রই শেষ করলেন কলকাতার সিনেমা ‘রকস্টার’। যেখানে তার বিপরীতে আছেন যশ দাশগুপ্ত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত