আমার পোশাকে হাত নয়

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ | আপডেট : ৫ মে ২০২৫, ১৪:৩৭

মুজিব রহমান
---------------
জমকালো লেহেঙ্গা পরা
মাথার টিকলি স্বকীয়তা
সন্মুখে আফগান নারী
দেখাল অপার সক্ষমতা।
আঁধারের শক্তির বাঁধ
জলের প্রবাহে উৎখাত
বহিরাগত ভাবধারার
খড়গ বন্দুক প্রপাত।
স্বাধীনচেতা নারী বলল
আমার পোশাকে হাত নয়
বহু বছরের ঐতিহ্য
বর্ণিল উজ্জ্বলময়।
আরবের হাওয়ায় পোড়া
নষ্ট রুটির মতো নয়
বিদ্যুৎ ঝলকানি দেখ
রুচিশীল স্বাতন্ত্র্যময়।
বাদশাহ বাবরের মেয়ে
উত্তরসূরীর দাপট
প্রতিবাদের ভাষায় দেখ
মাসীদ বাহার অকপট।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত