আমাদের কোনো চাপ নেই: ইসি রাশেদা সুলতানা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৫৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০১
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কোনো চাপ নেই। আমাদের যতটুকু করণীয়, যেভাবে করণীয় সংবিধানকে সমুন্নত রেখে কাজ করে যাচ্ছি। আশা করি সামনের দিনে আরও ভালো হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়। সভা শেষে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ‘রাজনৈতিক দল কী করবে সেটা দলের ব্যাপার। দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনো দলের সঙ্গে আমরা কোনো বৈঠকও ডাকিনি। সংলাপ হবে আমরা বলিনি, এ পর্যন্তই। কে কোনভাবে কী করবেন, কাকে প্রার্থী দেবেন এটা তাদের সিদ্ধান্ত। এতে আমাদের কোনো ভূমিকা নেই।’
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত