আজ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল
‘আমরা ফাইনালে প্রতিশোধ নিতে চাই’ : নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরং
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০
নেপালের মেয়েদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।কিন্তু হারের ক্ষত এখনও শুকায়নি তাদের। এবার তারা আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে লাল-সবুজদের। সেখানেই তারা নিতে চায় সেই হারের বদলা।ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলন নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরং সেই কথা জানিয়েই বললেন, ‘আমরা ফাইনালে প্রতিশোধ নিতে চাই।’
আজ বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।সন্ধ্যা ৬টায় এই ময়দানি লড়াই মাঠে গড়াবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। ফাইনালের আগে দু’দলকেই মনে হলো বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশ অষ্টমবারের মতো সাফে বয়সভিত্তিক আসরের ফাইনাল খেলছে। যার মধ্যে শিরোপা এসেছে তিনটিতে। ঢাকায় আবার এই টুর্নামেন্টটি হচ্ছে প্রথমবার। স্বাগতিক হওয়ায় এই ট্রফি জয়ের সুযোগ মিস করতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ট্রফি জয়ের জন্য মাঠে নামবো। মেয়েরা মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তবে নেপাল ভালো দল। তাদের বিপক্ষে লিগ পর্বে ৩-১ গোলে জয়ী হয়েছিলাম। আশা করছি ফাইনালেও তাদের পরাস্ত করে ট্রফি জিততে পারবো।’
এবারের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলের হার দিয়ে শুরু করেছিল নেপাল। নেপাল কোচের আত্মবিশ্বাসের ভিত্তি ভারতের বিপক্ষে পাওয়া জয়ের পর নেপালী কোচ বলেন, ‘আমরা আগামীকাল বাংলাদেশকে হারাতে চাই। আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে।’টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে ভারতকে হারাতেই হতো। ভারতকে সর্বশক্তি দিয়ে হারিয়ে আগামীকাল আবার বাংলাদেশের বিপক্ষে নামতে হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে দুটি বড় ম্যাচ খেলতে হলেও চাপ নিচ্ছেন না নেপালের কোচ, ‘কোনো চাপ নেই। আমরা সময়ের সঙ্গে মানিয়ে খেলি।’
বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলায় তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে ধারণা রয়েছে। দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের দুর্বলতা আমি প্রকাশ করব না।’
নেপালের অধিনায়ক প্রীতি রায় ফাইনালটি বেশ কঠিন হবে বলে মনে করেন, ‘ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা আত্মবিশাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের কষ্টের ফল পাব আশা করি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত