আমরা নিজেদের বদনাম নিজেরা করছি: ফিক্সিং ইস্যু নিয়ে পাপন

  স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়নের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএল অষ্টম আসরের। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে বেশ কিছু দলের কার্যক্রম সন্দেহজনক ছিল। বিশেষ করে সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দলটি নিয়েই বেশি আলোচনা ছিল। বার বার দলটির অধিনায়কত্ব বদল, নিয়মিত বোলারদের বোলিংয়ে নিয়ে না আসা, বল টেম্পারিং করাসহ বেশ কিছু কর্মকাণ্ড সন্দেহজনক হওয়াতে সংবাদমাধ্যমে খবরও প্রকাশ হয়েছিল। অবশ্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি) বলছে ফিক্সিং সংক্রান্ত কিছুই তারা পায়নি।

শুক্রবার কুমিল্লার হাতে ট্রফি তুলে দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘তদন্ত হওয়ার আগে কোনও অভিযোগ তো থাকতে হবে। কিংবা কিছু তো জানতে হবে। আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। আর এটা আমাদেরও দেখার ব্যাপার নয়। এটা দেখার জন্য আকসু আছে, আইসিসিরও আকসু আছে। দুর্নীতিবিরোধী ইউনিট আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনও কিছু আসেনি।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই আমাদের সমস্যা। বিপিএল বলেন আর অন্য কিছুতে বলেন। অন্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। শুধু প্রশংসাই শুনি।’

পুরো বিপিএলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে, তাতে করে ফিক্সিংয়ের সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। চট্টগ্রাম পর্বে হুট করেই জানা যায় টাকা না পেলে সিলেটের হয়ে খেলবেন না তাসকিন আহমেদ। পরে তাসকিন জানান, ভুল বোঝাবুঝির কারণেই নাকি এমন পরিস্থিতির তৈরি হয়েছে। এরপর হুট করেই মোসাদ্দেক অধিনায়কত্ব বাদ দিয়ে রবি বোপারা অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

সন্দেহের জন্ম নিয়েছে মাঠের ভেতর কিছু ঘটনা। যেমন, টস শুরুর আগে জানা যায় ইনজুরিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তাসকিন। তার বদলে সুযোগ পান ঘরোয়া ক্রিকেটে অল্পবিস্তর অভিজ্ঞতা থাকা একেএস স্বাধীন। দলে সুযোগ পাওয়া স্বাধীন প্রথম ম্যাচেই নেমে পড়লেন মাঠে।

তাছাড়া হঠাৎ নেতৃত্ব পাওয়া বোপারা ম্যাচে এমন দুটি ঘটনা ঘটিয়েছেন, যা সন্দেহ করার জন্য যথেষ্ট। ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে বল টেম্পারিং করেছেন বোপারা। নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার তার চেষ্টা ক্যামেরায় ধরা পড়ে।

সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে একটি সংবাদমাধ্যম ফিক্সিংয়ের খবর প্রকাশ করে। সেখানে বিসিএলের ওয়ানডে ভার্সনের ইন্ডিপেন্ডেন্স কাপে মোসাদ্দেকের নাম জড়িয়ে ফিক্সিংয়ের খবর প্রকাশিত হয়। এছাড়া বিপিএলেও মোসাদ্দেকের সন্দেহজনক আচরণ করার কথাও তুলে ধরে তারা।

মোসাদ্দেক ইস্যুর বাইরে মিরাজের অধিনায়কত্ব নিয়ে চট্টগ্রামেও কম নাটক হয়নি। পরবর্তীতে মিরাজ এক ইন্টারভিউতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলমের বিরুদ্ধে ফিক্সিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত