আমরা নতুন করে ফ্যাসিবাদের গন্ধ শুনতে পাই - ইকবাল হোসাইন
কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৯ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪৮
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন বলেছেন, আমরা জুলাই অভ্যূথান আন্দোলনের
মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি। কিন্তু আবার ও ফ্যাসিবাদের গন্ধ শুনতে পাই।
জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড়ের উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গনভোট ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবীতে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ কালে একথা বলেন। এর আগে একটি বিশাল মিছিল তেতুঁলিয়া বাসস্ট্র্যান্ড থেকে বের হয়ে সেখানে এসে বিক্ষোভে পরিনত হয়।
ওই সমাবেশে অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। জুলাই বিপ্লবের পর আমরা মনে করেছিলাম আর আন্দোলনের জন্য ‘দাবী আদায়ের জন্য এখনো আন্দোলন করতে হয়েছে। সরকার ও একটি দলের সন্দেজনক ভূমিকার জন্য আবার রাজপথে নামতে হয়েছে। তিনি বলেন ‘ বাংলাদেশে আর ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা। তিনি বলেন আগামির নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। তিনি বলেন
নির্বাচনের আগে গনভোট দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, জেলা নায়েবে আমীর মফিজুল ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত