আমরা খাচ্ছি বাসি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১০:৫৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
সুনীল শর্মাচার্য
-----------------------
হারিয়ে যাচ্ছে গোরুর গাড়ি
কুমোর পাড়া ফাঁকা,
মাটির হাঁড়ি কলসী থালা
স্মৃতির ঘরে রাখা!
বদলে গেছে গ্রামের রূপ
শপিংমল ফ্ল্যাটে,
কাউকে আর হয় না যেতে
পথ পেরিয়ে হাটে!
সপ্তাহ শেষে হাট বসে না
এখন রোজ হাট,
অনলাইনে বাজার চলে
কত দোকান পাট!
সবজি মাছ জুটিয়ে আনে
গাঁয়ের যত চাষি,
বিগ বাজারে হচ্ছে ফ্রিজিং
আমরা খাচ্ছি বাসি!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত